রোকসানা ইয়াছমীনের একুশ সংখ্যার কবিতা ‘ফেব্রুয়ারি এলে’
একুশ সংখ্যার কবিতা ফেব্রুয়ারি এলে রোকসানা ইয়াছমীন ফেব্রুয়ারি এলে যেনো বাংলার দুঃখ সাজে, প্রভাত ফেরীর বোনের কন্ঠে করুণ গীতি বাজে। নানান রঙের ফুল মেলাতে ফাগুন ফিরে আসে, বাংলা মা তার পুত্র হারা অশ্রু জলে ভাসে। মায়ের ভাষার মান রাখিতে জীবন দিলো যাঁরা, প্রাণের অক্ষর বাংলাতেই অমর হলো তাঁরা। বিশ্ববাসী হলোবিস্তারিত