বর্তমানে অনলাইন গেমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে প্লেয়ার আননোউন্স ব্যাটল গ্রাউন্ড (পাবজি)। কারও কারও এই গেমের আসক্তি এতোটাই তীব্র হয়ে পড়ে যে, তারা ভুলে যান চারপাশের সবকিছু। এজন্যই পৃথিবীর বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছে গেমটি।

রোববার প্রতিবেশী দেশ ভারতের উত্তর প্রদেশে পাবজি খেলতে খেলতে রাস্তা পার হওয়ার সময় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ট্রেনের রাস্তা পার হওয়ার সময় পাবজি খেলায় মত্ত ছিল স্কুলছাত্র কপিল (১৮) ও রাহুল (১৬)। তারা উভয় দশম শ্রেণির ছাত্র ছিল।

খবরে বলা হয়, কপিল ও রাহুল সকালে হাঁটতে বের হয়েছিল। কিন্তু ট্রেনের রাস্তা দিয়ে চলাকালে তারা দুইজনই মোবাইলে পাবজি খেলছিল। ফলে দু’জনই ট্রেনে কাটা পড়ে।

মথুরা শহরের যমুনা পার পুলিশ স্টেশন জানায়, ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে। একটি মোবাইল ভেঙে চুরমার হয়ে যায় আর অন্যটিতে পাবজি গেম চালু ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *