তাহসানের ‘কল্পতরু’
জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব তাহসান খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে সুখবর দিয়েছেন ভক্ত অনুসারীদের। ছোটপর্দায় শততম নাটকের মাইলফলক অতিক্রম করেছেন তিনি। এ বিষয়ে ফেসবুকে তাহসান লিখেছেন: ”আমার ১০০তম নাটক “কল্পতরু”… ১০০তম কাজটা একটু আলাদা ভাবে করতে চেয়েছিলাম গ্রুপ এ গল্প চেয়ে একটা পোস্ট দেয়া হয়েছিলো দুমাস আগে সেখান থেকেই বাছাই করাবিস্তারিত