ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও মামলা করবেন সামিয়া রহমান
থিসিসে প্লেজারিজমের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ২৮ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমানকে পদাবনমনের মাধ্যমে সহকারী অধ্যাপক করেছে। শিকাগো জার্নালের যে ই-মেইলের ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা, সে মেইল এবং মেইল প্রেরক অ্যালেক্স মার্টিন- দুটোই ভুয়া; বলেছেন সামিয়া রহমান। কথিত অ্যালেক্সের বিরুদ্ধে মামলাও করেছেন। এ ব্যাপারে আলাপকালেবিস্তারিত