করোনাভাইরাস: কমেছে বিয়ে, বেড়েছে তালাক
করোনাকালে বাংলাদেশে বিয়ে কমে গেছে। রাজধানীর অভিজাত গুলশান এলাকার বিবাহ নিবন্ধকের ধারণা, অর্থনীতিতে যে সংকট চলছে, সেটার প্রভাব সেই এলাকায়ও পড়েছে। করোনাকালে বাংলাদেশে সমাজের সব স্তরেই বিয়ে কমেছে। পক্ষান্তরে বেড়েছে তালাক। এদিকে বাল্যবিবাহ বাড়ার ইঙ্গিতও দেখা গেছে কোনো কোনো গ্রামাঞ্চলে। দেশে বিবাহ নিবন্ধনের কাজটি নানা ব্যবস্থাপনায় হয়ে থাকে। এর মধ্যেবিস্তারিত










