সুইজারল্যান্ডে নিষিদ্ধ হলো বোরকা এবং নিকাব
অবশেষে গণভোটের মাধ্যমে সুইজারল্যান্ডে জনসম্মুখে বোরকা এবং নিকাব পরিধান নিষিদ্ধ করা হলো। রবিবার অনুষ্ঠিত গনভোটের সরকারী ফলাফল অনুযায়ী দেশটিতে ৫১.২ শতাংশ মানুষ মনে করে বোরকা জনসম্মুখে নিষিদ্ধ হওয়া প্রয়োজন অপরপক্ষে বোরকার পক্ষে ভোট দিয়েছেন ৪৮.৮ শতাংশ। প্রথমেই দেশটিতে বোরকা নিষিদ্ধের প্রস্তাবটি “চরমপন্থা বন্ধ করুন” নামে স্লোগানের মাধ্যমে সামনে নিয়ে আসেবিস্তারিত










