জার্মানিতেও অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত
রক্তনালীতে রক্তজমাট বাধা, প্রচন্ড মাথা ব্যাথা, বমি বমি অবস্থা, জ্বরাক্রান্ত হওয়াসহ সারা শরীরজুড়ে অস্বস্তি বোধের কারণে ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইতালিসহ আরও বেশ ক’টি দেশের মত অবশেষে জার্মানিও অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে অক্সফোর্ড ও বৃটিশ সুইডিশ অ্যাস্ট্রাজেনেকার টিকা। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পাহন দেশটির স্বাস্থ্য ইনস্টিটিউট পাউল এয়ার্লিশের সঙ্গে কথা বলেঅ্যাস্ট্রাজেনেকারবিস্তারিত










