যৌন হেনস্থা রুখতে স্কুলে গুডটাচ-ব্যাডটাচ শিক্ষা দিবে পশ্চিমবঙ্গ সরকার
এই কার্যক্রমের আওতায় পরীক্ষামূলক ভাবে পশ্চিমবঙ্গের ৬ জেলার ৩০০টি সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলে এই গুডটাচ-ব্যাডটাচ-এর শিক্ষা দেবে দেশটির সরকার। প্রাথমিক পর্যায়ে যদি প্রকল্পটি সফল হয় তবে তা আগামী দিনে রাজ্যের সব স্কুলেই শেখানো হবে। আর এই শিক্ষা দেয়ার দায়িত্বে দেয়া হয়েছে চাইল্ড রাইট্স অ্যান্ড ইউ নামের একটি সংস্থাকে।বিস্তারিত