হার্ডিঞ্জ ব্রিজের সবচেয়ে মোহনীয় দিক হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। বর্ষাকালে পদ্মার জলধারা যখন তীর ছুঁয়ে যায়, তখন ব্রিজের ওপর দাঁড়িয়ে নদীর বিশালতা আর নৈসর্গিক রূপ মুগ্ধ করে যেকোনো দর্শনার্থীকে। আবার শুষ্ক মৌসুমে ব্রিজের নিচ দিয়ে ধীরে চলা পদ্মার জলধারা যেন এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করে। সেতুর ওপর থেকে সূর্যাস্ত দেখা এক অভাবনীয় অভিজ্ঞতা, যা হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলে।
2025-02-14