প্রায় ১৩ কোটি বছর আগে আবার আরেক ঘটনা ঘটে। গন্ডোয়ানা ল্যান্ডে ফাটল তৈরি হয়। তারপর কয়েক খণ্ডে বিভক্ত হয়। এরই এক একটা অংশ ভারত, মিয়ানমার, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা ইত্যাদি প্লেট নামে পরিচিত। ধারণা করা হয় যে সে সময় ভারত ও অস্ট্রেলিয়া একসঙ্গে ছিল। তারপর এসব ফাটল লাভা বের হতে থাকে। আবার একদিন এসব ফাটলে গভীর সমুদ্র সৃষ্টি হয়। তখন এই গন্ডোয়ানা মহাদেশের এক একটা প্লেট হাজার হাজার মাইল দূরে যেতে থাকে। এই চলার পথে নানা অভিঘাতের মুখে পড়তে হয়।
2025-02-13