নির্দ্বিধায় বিলুপ্ত ঘোষণা করে দেব
আলোকসজ্জার বিলাসবহুল কোনো মহাদেশ,
ইউরোপীয় পররাষ্ট্রনীতিতে শান্তি বার্তা চেয়ে
লিখব অগণিত যত সব পত্র,
তবু তোমাকে একান্ত করে ভালোবাসার অধিকারটুকুতে
বিশুদ্ধতায় জয়ী হয়ে থাকতে চাই,
যেভাবে আরবে জয়ী হয়েছিল
ইসলামের সুনিপুণ সৌন্দর্য।
2025-02-13