প্রধান আকর্ষণ ছিল নাটিকা ‘শীতের পিঠা’। যা শীতের আমেজে গ্রামবাংলার বাস্তববাদী চিত্রকে তুলে ধরে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বন্ধু কিশোর দাস, প্রত্যাশা তালুকদার, প্রণব চৌধুরী, নাহিয়ান রহমান, কৃত্য ছত্রী ও দৃষ্টি বর্মন। কাহিনি ও চরিত্র বিশ্লেষণে নির্দেশনা দেন বন্ধু ফয়সাল আহমেদ। কবিতা আবৃত্তি করেন বন্ধু প্রত্যাশা তালুকদার, নাহিয়ান রহমান ও ফারিহা হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *