দেশে দ্বিতীয়বারের মতো আর্ট অব প্লেটিং প্রতিযোগিতার আয়োজন করছে আকিজ টেবিলওয়্যার। ১১ ফেব্রুয়ারি এ আয়োজনের অংশ হিসেবে প্লেটিং উৎসবের আয়োজন করেছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। ‘বন্ধুসভার প্লেটিং উৎসব’ শিরোনামে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে চট্টগ্রামের বন্ধুদের নিয়ে এ আয়োজন করা হয়।
2025-02-12