বিতর্ক প্রতিযোগিতা দুটি রাউন্ডে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে চারটি স্কুল অংশ নেয়। প্রথম পর্বের বিতর্কে জামালপুর জিলা স্কুল বনাম জামালপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রতিদ্বন্দ্বিতা করে। জিলা স্কুল বিজয়ী হয়ে ফাইনালে পৌঁছায়। এ পর্বে বিতর্কের বিষয় ছিল ‘আইনগত ব্যবস্থা নয়, পারিবারিক সচেতনতা মাদকাসক্তি নিয়ন্ত্রণে অধিক কার্যকর’। বিচারকের দায়িত্ব পালন করেন জামালপুর বন্ধুসভার উপদেষ্টা সিফাত আবদুল্লাহ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ফারজানা আক্তার এবং ঢাকা মহানগর বন্ধুসভার জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম।
2025-02-11
