নরম আঙুলের ফাঁকে
কতশত গল্পের ভিড়ে
নিজেকে সাজাত।
কেউ কেউ উদ্ভ্রান্ত চোখে
দিকদিগন্ত খুঁজে বেড়াত
হারানো আপন আপনালয়।
ভাঙা চোয়াল খোঁচা খোঁচা দাড়ি
মুখে সন্তর্পণে সুখ-দুঃখের
ঝাঁপি খুলে ফেলে আসা
স্মৃতির ডেরায় ফিরে যেত।
2025-02-01
নরম আঙুলের ফাঁকে
কতশত গল্পের ভিড়ে
নিজেকে সাজাত।
কেউ কেউ উদ্ভ্রান্ত চোখে
দিকদিগন্ত খুঁজে বেড়াত
হারানো আপন আপনালয়।
ভাঙা চোয়াল খোঁচা খোঁচা দাড়ি
মুখে সন্তর্পণে সুখ-দুঃখের
ঝাঁপি খুলে ফেলে আসা
স্মৃতির ডেরায় ফিরে যেত।