প্রতিটি স্টলেই ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। চবি বন্ধুসভার স্টলে ২০ থেকে ২৫ রকমের পিঠার সমাহার রাখা হয়। পাকন পিঠা, পুলি পিঠা, দুধচিতই, ঝালপিঠা, পাকোড়া, নুডলস পাকোড়া, ডিম পিঠা, পায়েস, পুডিং, জর্দা, কমলা সুন্দরী, ঝাইপিঠা, বিন্নি চালের কলা পিঠা, সুজির রসবড়া, নারকেল পুলি, চুটকি পিঠা, ক্ষীরের পাটিসাপটা, নারকেলের পাটিসাপটা, হাতঝাড়া পিঠা, গোলাপ পিঠা, জামাই পিঠা, সুজির হালুয়া, শামুক পিঠা, হাতঝালি পিঠাসহ অসংখ্য পিঠায় সাজানো ছিল স্টলগুলো।
2025-02-01