সে ছায়ায় আমার অবয়ব দেখতে পাবে।
নিয়ন্ত্রণ?
আরে, তোমায় নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু ওই যে মস্তিষ্কখানা
তার সর্বাংশ জুড়েই আমি,
শুধু আমার দখলদারত্বেরই লড়াই চলবে।
তোমার ভাবনার পুরো শহর
অলি-গলি, মাঠ-ঘাটজুড়ে
আমার রঙিন ব্যানার, ফেস্টুন আর স্লোগানে ছেয়ে যাবে!
সত্যি বলছি, বিশ্বাস করো
আমার এমন স্বৈরতন্ত্র সহ্য করে
আমাকে ভালোবাসাটা সত্যিই একটু কঠিন হবে!
2025-01-29