ভালোবাসার কথারা মেঘের মতো ভাসে দখিনা হাওয়ায়,
সাহারার মতো তৃষ্ণার্ত এখন প্রতিটি প্রহর,
প্রণয়ের চাঁদে লেগেছে গ্রহণ,
বিষণ্নতায় ডুবে আছে অভিমানী মন,
নিঃসঙ্গ দুপুর ফুরিয়ে যায় নির্জনতায়,
তোমাকে দেখার আকুলতায় চোখের কাজল ধুয়ে যায়,
পঞ্চাশটি বসন্ত পার করেও প্রিয় ভুলিনি তোমায়।
