সজীব দাদুর কাছে গেল। দাদু তখন উঠানে বসে একটা পুরোনো ট্রাঙ্ক থেকে একটি বই বের করছেন। সে দাদুকে জিজ্ঞেস করল, ‘দাদু, তুমি মুক্তিযুদ্ধ করেছিলে, তাই না? আমাকে তোমার গল্প শোনাবে?’
দাদু মৃদু হেসে বললেন, ‘তোমার জন্যই তো এই ট্রাঙ্ক থেকে আমার পুরোনো ডায়েরি বের করলাম। বসো, তোমাকে শোনাই।’
2024-12-06
