গল্প-উপন্যাসে আমরা চরিত্রগুলোকে এত সুন্দর পরিপাটি করে সাজাই যে তা পড়ে পাঠক মুগ্ধ হয়ে সেগুলোকে গিলে খায়, আত্মতৃপ্তি লাভ করে। অনেক ভেবে দেখিনি। তবে সামান্য ভেবেই বুঝতে পেরেছি, বাস্তব জীবনটা আমাদের মোটেই সে রকম নয়। মানুষ যা চায়, সবকিছুই কি সহজেই পেয়ে যায়? মোটেই পায় না। অনেক কষ্ট ও ত্যাগ–তিতিক্ষা স্বীকার করেও কখনো কখনো আমাদের কারও কপালে সামান্যতম কিছু পাওনাও জুটে না। অবশ্য অনেকে এমন আছে, যারা না চাইতেও অনেক কিছু পেয়ে যায়। আর যারা পায় না, তারা হাহাকারে সারা জীবন কাটিয়ে দেয়।
2024-12-06
