যাহোক, তুই আসার পর জীবন অন্যদিকে মোড় নিল। আগে তোর বাবার সঙ্গে কিছু হলে নিজেকে যেমন অসহায় মনে হতো, এখন আর তেমন মনে হলো না। এখন মনে হলো, তুই আছিস। বাঁচতে হবে মাথা উঁচু করে। তাই তুই আসার পর আমি নতুন করে বাঁচার শক্তি পেলাম যেন। জানিস বাসুন, একটা বিষয় আমি দেখলাম, এই দেশে আমেরিকা/ কানাডায় প্রতিটা শিশুকে বলা হয় ডায়মন্ড।
2024-12-03