অন্তর কী করবে, তা ভেবে পেল না। নিজেকে অনেক বেশি অসহায় লাগছে। ফোন কেটে দিয়ে দৃষ্টিসীমা ছাড়িয়ে নানা রঙের দালানগুলোকে দেখছিল। কখন যে চোখ ভিজে আসে, বুঝতেই পারল না। পাশে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞেস করল, ‘মন খারাপ?’
অন্তর ঘাড় ঘুরিয়ে দেখল, আদ্রিতা রেলিং ধরে দাঁড়িয়ে আছে অন্যদিকে মুখ করে।
ওর এ সময় এখানে আসার কথা নয়। সন্ধ্যার পর ছাদে আসা নিষেধ। অস্থির হয়ে অন্তর বলল, ‘আপনি এখন ছাদে এসেছেন কেন? নিচে চলে যান প্লিজ।’
2024-12-03