কিংবা ধরো,
পূর্ণিমার রাতে তোমার চুলে রবীন্দ্রনাথের গানের সুবাস মাখিয়ে দিতে দিতে সারাটা রাত নির্দ্বিধায় তোমার কাঁধে মাথা রেখে
গল্প করার সাধ ছিল।
এসব কিছুই হলো না, কেন বলো তো?
চাওয়া–পাওয়ার অনেকটা পথ হেঁটে এসে দেখি
যে আলপথ পেরিয়ে এসেছি মুসাফিরের বেশে
সে পথটা আমার নয়।
এই ক্ষুদ্র জীবনে অনুভূতিগুলো কখনো আত্মসম্মানের ঊর্ধ্বে ছিলই না।
তাই হয়তো
তোমাকে নিয়ে বোনা হাজারো স্বপ্নের বীজগুলো, হৃদয়ের প্রমত্ত গঙ্গার ঢেউ এসে ভাসিয়ে নিল।
তবু আশায় বাঁধি বুক
আসবে নতুন ভোর, উঠবে নতুন সূর্য,
হয়তো তোমার নামে আবার ফুটবে নতুন কুঁড়ি।
জীবন তো অসম্ভবের সম্ভাবনায় পূর্ণ
তাই না নীলু?
2024-12-02