উপন্যাসের পটভূমি, চরিত্র এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন বন্ধু অরিত্র গুহ। তাঁর আলোচনায় উঠে আসে, ‘গাভী বিত্তান্ত’ বইয়ে আহমদ ছফা অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন তৎকালীন বাংলাদেশের শিক্ষাব্যবস্থা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দুর্নীতি, রাজনীতি এবং বুদ্ধিজীবীদের নৈতিক অবক্ষয়। উপন্যাসে দেখা যায়, কীভাবে বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও জ্ঞানচর্চার মতো মৌলিক বিষয়গুলো উপেক্ষিত হয়ে পড়ে। প্রশাসনিক দুর্নীতি, শিক্ষকদের জ্ঞানচর্চার প্রতি অনাগ্রহ এবং ক্যাম্পাসে রাজনীতির প্রভাব বিষয়গুলো লেখক গভীর তীক্ষ্ণতায় তুলে ধরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *