জগৎ সংসারের মানুষগুলো অদ্ভুত
সম্পর্কগুলো কখনো রক্তচোষা হয়,
ঘাতক হয়ে বাসা বাঁধে হৃদ আঙিনায়।
জ্ঞানীদের জ্ঞানসূর্য উঁকি দেয় অবেলায়,
শিক্ষিত মানুষগুলো ভীষণ রকম ক্ষুধার্ত,
বিত্তশালীরা নিমগ্ন আত্ম অহমিকায়,
আর আমরা বুঁদ হয়ে থাকি পরশ্রীকাতরতায়।
তবে পোস্টমর্টেম যতই হোক—
ধুলোপড়া ছবিখানা মুছে দিও আঁচলে তোমার।
2024-11-29