বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন এক অপূর্ব কাব্যের দিকে যাত্রা করছি। কাঁচা ঘাসের ওপর সাদা কুয়াশা ছড়িয়ে পড়লে এক অসাধারণ নান্দনিকতা তৈরি হয়। সেই রাস্তা ধরে একটু এগোলেই কেন্দ্রীয় খেলার মাঠ, যেখানে শীতের প্রথম কুয়াশায় ভিজে থাকা সবুজ ঘাসের ওপর সূর্যের প্রথম আলোকরশ্মি পড়লে মনে হয়, যেন প্রকৃতির বিশাল ক্যানভাসে চিত্রিত হয়েছে এক নতুন দৃশ্য।
2024-11-20