জৈব রসায়নে ব্রেডটের সূত্র বিশেষ ধরনের কাঠামোগত নিয়মের কথা বর্ণনা করে। এই নিয়ম অনুসারে, দ্বিবন্ধন বা ডাবল বন্ড কখনোই ছোট ও সংকুচিত রিং সিস্টেমের ব্রিজহেড কার্বনে স্থাপন করা যায় না। এই সূত্রটি পুনর্ব্যবহারযোগ্য যৌগের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য।
2024-11-14
