নকশীকাঁথার ভোকালিস্ট ও দলপ্রধান সাজেদ ফাতেমী বলেন, ‘আমাদের ব্যান্ড গঠনের উদ্দেশ্য ছিল নদী বাঁচানোর গান গাওয়া, পরিবেশ বাঁচানোর গান গাওয়া, বৃক্ষরাজি বাঁচানোর জন্য গান গাওয়া। সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বাড়ানো। তারই অংশ হিসেবে প্রথম আলোর সঙ্গে মাদকবিরোধী কনসার্ট, টিআইবির সঙ্গে দুর্নীতিবিরোধী কনসার্ট করেছি।’
2024-11-14
