খুলনার ছোট্ট শহরে বেড়ে ওঠা মেয়েটি এগলি–ওগলি ঘুরে বেড়াতেন। তখন ভাবেননি শহরের গণ্ডি ছাড়িয়ে অন্য শহরে যাবেন। অথচ ২০২৪–এ এসে কাজী আসমা আজমেরী বাংলাদেশি পাসপোর্ট হাতে ঘুরে ফেলেছেন বিশ্বের ১৫০টি দেশ। ২০০৯ সাল থেকে বিশ্বভ্রমণ শুরু কাজী আসমা আজমেরীর। একজন নারী হিসেবে বিশ্বভ্রমণ ছিল চ্যালেঞ্জের। প্রতিবন্ধকতা আর অভিজ্ঞতার গল্প বলেছেন হাল ফ্যাশনকে।
2024-11-13
