বনের পাখি গান গেয়ে যায় মিষ্টি সুরে গাছের শাখে।
লাল পদ্ম, শাপলা-শালুক ভাসতে থাকে জলের বুকে,
পাকা ধানের মৌ–গন্ধে চাষি ঘুমায় মনের সুখে।
ভেজা ভেজা নরম হাওয়ায় শিউলি পড়ে গাছের তলে
মাছগুলো সব খেলা করে খালে-বিলে, পুকুর জলে।
আপন দানের আড়াল করে লক্ষ্মী আসে বারংবার
সব মানুষের স্বপ্ন আশা হৈম চাষির অহংকার।
2024-11-12
