যাঁরা তীব্র ঘ্রাণের সঙ্গে সমঝোতা করে পাড়া ঘুরতে পারবেন, তাঁদের জন্য দেখার অনেক কিছুই আছে এখানে। পাড়ার প্রায় প্রতিটি বাড়ির মাচাংয়ে ঝুলতে দেখা যাবে রুপচাঁদা, সুরমা, গুইজ্যা, ছুরি, কামিলা, চাপা, পোপা, মাইট্যা, শোল, রাঙাচকি ও লাক্ষা।
2024-11-12
যাঁরা তীব্র ঘ্রাণের সঙ্গে সমঝোতা করে পাড়া ঘুরতে পারবেন, তাঁদের জন্য দেখার অনেক কিছুই আছে এখানে। পাড়ার প্রায় প্রতিটি বাড়ির মাচাংয়ে ঝুলতে দেখা যাবে রুপচাঁদা, সুরমা, গুইজ্যা, ছুরি, কামিলা, চাপা, পোপা, মাইট্যা, শোল, রাঙাচকি ও লাক্ষা।