সভ্যতার নামে অসভ্যরা যৌগ ঢেলে দিচ্ছে
অস্তিত্বের প্রশ্নে ভুগছে কাল মহাকাল
অথচ ভালোবাসার কাছে সবই অসহায়।
কত না সুন্দর ছিল কালিদাসের কাল!
মৃদুমন্দ বাতাস, প্রেমের প্রাচুর্য অক্সিজেন
আজ সেথায় কার্বন মিশে টিকে থাকার শঙ্কা।
ভালো নেই আজকের শিরি-ফরহাদ
উল্টো বইছে বাতাস, প্রচণ্ড বেগ
ফুলে ফুঁসে উঠছে সাগর মহাসাগর,
একটা যুদ্ধই পারে বাঁচিয়ে রাখতে—
মানব সভ্যতার ইতিহাস।
2024-11-09
