প্রথম আলো কেবল একটি সংবাদপত্র নয়, রাষ্ট্র ও সমাজে শুভ, কল্যাণসচেষ্ট একটি প্রতিষ্ঠান। দেশের তরুণসমাজের বিপুল পাঠকগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশ প্রথম আলোর। তারা এ দেশের ভবিষ্যতের নির্মাতা। তাদের রুচি, মেধা ও মূল্যবোধের ওপরই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ কতটা উজ্জ্বলতর হবে।
2024-11-08
