জরাজীর্ণ ডায়েরির পাতাকে যেমন করে
বেঁধে রাখে মলাট তার উষ্ণতায়,
না হয় তোমার বিরক্ত করা চুলের মতো করে
কানের কাছে গেঁথে রেখো,
আমি আলতো ছোঁয়ার মহানন্দে
বারবার তোমার দিকে তাকিয়ে মুগ্ধ হব।
আমাকে রেখে দাও তোমার খুব কাছে
যত্নশীল হাতের আঙুলে যেমন করে রেখে দাও সোনার আংটি,
তোমার স্পর্শের খুব কাছে আছি
এইটুকু প্রশান্তি নিয়ে অমরত্ব লাভ করতে চাইব।
2024-11-08
