আবু বকর (রা.) সালাম করে বললেন, হে আল্লাহর রাসুল! আমার আর উমর ইবনে খাত্তাবের মধ্যে একটি বিষয়ে কথা কাটাকাটি হয়েছে। আমিই প্রথমে কটু কথা বলেছি। তারপর লজ্জিত হয়ে তাঁর কাছে মাফ চেয়েছি। কিন্তু তিনি মাফ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এখন আমি আপনার কাছে হাজির হয়েছি।
2024-11-08
