সুবাসে তার হৃদয় হতো বিমোহিত,
অলির নাচে–গানে কাটত সারা বেলা।
হঠাৎ এক ঝড়, তাণ্ডবে সব লন্ডভন্ড!
উড়ে এসে বক্ষে বিধল বেদনার শূল,
দুমড়েমুচড়ে ভাঙল বৃক্ষ, ভাঙল কাণ্ড।
পদ্মাপারে খড়কুটোর এক সুখের বাসা,
উত্তাল ঢেউয়ে ভেসে গেল বহুদূরে—
অথই জলে, তবু যে অগাধ তৃষা।
2024-11-05