অনেকের সৌন্দর্যই ভালো লাগে আমাদের কিন্তু কিছু অপার সৌন্দর্য রয়েছে যার মুগ্ধতার রেশ রয়ে যায় লম্বা সময় ধরে। সময়ের সঙ্গে সে সুন্দর যেন আরও সুন্দরতর হতে থাকে। বলছি এক মধুময় মাদকতায় মোহনীয় মাধুরী দীক্ষিতের কথা। হিসেব নিকেশে বয়স ৫৭ ছুঁলেও বয়স যেন আটকে আছে সেই চল্লিশের কোঠায়। তাঁর বয়স যেন ছুটে চলছে ঘড়ির কাটার উল্টো দিকে।
2024-11-04