গর্ব ও অহংকারে ফেরাউন আল্লাহকে মানতে চাইতেন না। প্রজাদের কাছে নিজেকে তিনি খোদা বলে দাবি করতেন। ধন–সম্পদে, সৈন্য–সামন্তে ও জাঁকজমকের সারা দুনিয়ায় তার সমতুল্য আর কেউই ছিল না। তাঁকে হেদায়াত করার জন্য আল্লাহ হজরত মুসা (আ.)–কে নির্দেশ দিলেন।
2024-11-04