খুব ছোট্ট একটা উপন্যাস, কিন্তু পড়ার সময় গায়ের লোম দাঁড়িয়ে যায়। লেখক সাবলীলভাবে এত বিষাদময় একটা প্লটকে এমনভাবে উপস্থাপন করেছেন যেন স্বচ্ছ পানিতে গা এলিয়ে দেওয়া। কোনো রকম বাহুল্য নেই। দেশের জন্য দুই হাত হারানো মানুষের গল্প, যে কখনো আলিঙ্গন করতে পারবে না তার প্রেমিকাকে। রাজনীতি করতে গিয়ে প্রেমিকা থেকে দূরে চলে যাওয়ার দীর্ঘশ্বাসের গল্প। ১৯৫২ সালের সেই দিনের বাস্তব বর্ণনায় যেন বরকতকে চোখের সামনে মিছিলে দাঁড়ানো দেখছি! প্রতিটি বাড়ির ছাদে স্লোগান দিয়ে পুরো এলাকাকে সরব করে তোলা, পুরো ঢাকাকে সরব করে তোলা রক্তে আগুন জ্বালানো আরেক ফাল্গুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *