ভাবনার শীতল পাটিতে গড়াগড়ি খায়।
মাঝেমধ্যে নিশ্বাস প্রচণ্ড ভারী হয়,
অকস্মাৎ হৃদয় আঙিনায় জেগে ওঠে
অদ্ভুত ভালো লাগার প্রহর।
তোমাকে ভেবে ভেবে হৃৎপিণ্ড সতেজ,
হয়তো তোমারই জন্য বেঁচে থাকা,
এ মনের পিঁড়িতে শুধু তোমারই আলপনা আঁকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *