সাদ (রা.)-এর মা তিন দিন কিছু মুখে দিলেন না, কারও সঙ্গে কথা বললেন না। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে লাগল। অবশেষে সাদ (রা.) তাঁর মাকে বললেন, ‘আপনি যদি জেদ করে পানাহার ছেড়ে দিয়ে প্রাণ বিসর্জনও দেন, তবু আমার পক্ষে সত্য ধর্ম পরিত্যাগ করা সম্ভব হবে না।’ তাঁর এই দৃঢ়তা মায়ের মনে গভীর দাগ কাটে। তিনিও পরে ইসলাম গ্রহণ করেন।
2024-11-01