সময়টা ১৯৭১ সাল। বাংলাদেশের ইতিহাসে সব থেকে স্মরণীয়। ‘সময়ের প্রয়োজনে’ ছোটগল্পে জহির রায়হান মিলিটারিদের দ্বারা পূর্ববাংলার জনগণের ওপর নির্মম অত্যাচার-নিপীড়ন ও মেরে ফেলার করুণ কাহিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। কতগুলো মেয়ের চুল, দুটো হাতের আঙুল, চাপ চাপ রক্ত, খুলির একটুকরো অংশ, এক খাবলা মগজ, লাল হয়ে যাওয়া সাদা ফিতে, একটা মানুষকে টেনে নিয়ে যাওয়ার ছাপ। আহারে, কল্পিত দৃশ্যগুলো সত্যিই খুব করুণ!
2024-10-30