বর্তমানে জেলা শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত সোহেল। ১৯৭৯ সালে জন্মগ্রহণ করা সোহেল শহরের নিউ মৌড়াইল এলাকার মিজানুল হকের ছেলে। তিনি ব্রেইল পদ্ধতিতে ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে এইচএসসি ও ঢাকা বিশ্বিবদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি সিলেটের জকিগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১০ সালের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি হন। পরে সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরাইলের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় ও পুনরায় সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *