আজ সাপ্তাহিক ছুটি। অলসভাবে দিনটি কেটে যাবে মনে হচ্ছে। বৃষ্টির কারণে কোথাও যাওয়া হবে না। এমন ধারার বৃষ্টি উপভোগ করতে ঘন দুধ চা, সঙ্গে ঝালমুড়ির দরকার। সেসব করার উপকরণ থাকলেও ইচ্ছা করছিল না, তাই মগ ভর্তি কালো কফি নিয়ে বসেছি বৃষ্টির ঝুমঝুম শব্দ শুনতে, বিদেশ বলে কথা।
2024-10-26