২৫ অক্টোবর বন্ধুরা শেরপুর শহরের নবীনগর বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় ময়লা-আবর্জনা ও বর্জ্য পরিষ্কার, অপসারণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঝিনাইগাতী আদর্শ সরকারি কলেজের প্রভাষক মলয় চাকী। তিনি বলেন, ‘শেরপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। এখন দিনে ও রাতে পৌর এলাকার বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতাও বিশেষভাবে প্রয়োজন। শেরপুর বন্ধুসভার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পৌরসভার কার্যক্রমকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
2024-10-26