সাড়ে ১২ শ একরের ক্যাম্পাসে বৃষ্টি এখন উঁকি দেয় ক্ষণে ক্ষণে। ব্যস্ত ক্যাম্পাসে হঠাৎ বৃষ্টি যেন এনে দেয় এক গভীর নীরবতা। আর সেই নীরবতায় চুপটি মেরে থেকে বৃষ্টির নাচন শুনতে কার না ভালো লাগে! সবুজের চাদরে মোড়ানো প্রকৃতিকন্যা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এই বৃষ্টিমুখর দিনগুলো নিয়েই এ লেখা।
2024-10-25