গল্পের শিক্ষা হলো: সমগ্র কোরআন একটি শিফা—একটি নিরাময়, তবে তা আধ্যাত্মিকভাবে। কিন্তু যা সুরা ফাতিহাকে অনন্য করে তোলে, তা হলো এটা আধ্যাত্মিক নিরাময় তো বটেই, এমনকি শারীরিক নিরাময়ও। আমরা নিজেরা যখন অসুস্থ থাকি, আমাদের সন্তানসন্ততি যখন অসুস্থ থাকে, তখন এই সুরা তিলাওয়াত করা যায়।
2024-10-24