মহানবী (সা.)–এর হিজরত কেন মদিনায় হলো?
হাশিমের ছিল আরও তিন ভাই—মুত্তালিব, আবদে শামস এবং বৈমাত্রেয় ভাই নওফল। বহু বছর পর মুত্তালিব জানতে পারেন যে তাঁর ভাইয়ের ছেলে ‘শাইবা’ (হাশিম-সালমার ছেলে) ইয়াস্রিবে আছেন। তিনি তাঁকে চাদরে পেঁচিয়ে মক্কায় নিয়ে আসেন। সালমাকে জানান, তাঁর ইচ্ছা, শাইবাকে নিজের স্থলাভিষিক্ত করবেন। মুত্তালিব ছিলেন হাশিমের পরে কুরাইশের নেতা এবং তাঁর কোনোবিস্তারিত