বাচ্চাদের দেখলেই আমার কোলে নিতে ইচ্ছা হয়, সঙ্গে একটু আদর। এতে কার্পণ্য করি না। এখনই ইচ্ছা করছে তোমার বাসায় ছুটে যাই। আমার কোলে উঠতে চাইবে তো নাকি কান্না করে দেবে? তা অসুবিধা নেই, নাহয় আগে তোমার সঙ্গে বন্ধুত্ব করে নিলাম।
2024-08-20
বাচ্চাদের দেখলেই আমার কোলে নিতে ইচ্ছা হয়, সঙ্গে একটু আদর। এতে কার্পণ্য করি না। এখনই ইচ্ছা করছে তোমার বাসায় ছুটে যাই। আমার কোলে উঠতে চাইবে তো নাকি কান্না করে দেবে? তা অসুবিধা নেই, নাহয় আগে তোমার সঙ্গে বন্ধুত্ব করে নিলাম।