মাত্র ১২ বছর বয়সে শ্যানেলের মা মারা যান। এরপর এক অনাথাশ্রমে আশ্রয় পান শ্যানেল। জীবনটা বেশ জটিলতায় কাটছিল। তবে ছোটবেলা থেকেই পোশাক বুনন এবং নকশার প্রতি আকর্ষণটা ছিল তাঁর। নানান চড়াই–উতরাই শেষে কাছের কিছু বন্ধুর সাহায্যে একসময় নিজেই ঘোরালেন ভাগ্যের চাকা।
2024-08-19